ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে প্রায় আট দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পূর্ণিমার শারীরিক অবস্থার অবনতি হলে দুই দিন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটেও (আইসিইউ) রাখা হয় তাকে।
এবার শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছেন তিনি। তবে তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
গত ২৯ অক্টোবর ফেসবুকে দেয়া স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, আল্লাহর রহমতে হাসপাতাল থেকে আট দিন পর বাসায় ফিরলাম। কিন্তু এখনও আমাকে দুই সপ্তাহের বেশি সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সেরে ওঠার জন্য এটাই চিকিৎসকের পরামর্শ। যারা আমার জন্য দোয়া করেছেন সবার জন্য ভালোবাসা।