নিম্নলিখিত ননক্যাডার পদসমূহ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
মোট পদের সংখ্যা ১৭ জন। পুরুষ ও নারী উভয়ই আবেদন করতে পারবে। বয়সসীমা ৩০ বছর।
পদের নাম ও সংখ্যা
১। সহকারি আরবান প্লানার- ০১টি
২। সহকারি আর্কিটেক্ট- ০১টি
৩। সহকারি জিআইএস এনালিস্ট- ০১টি
৪। সহকারি ট্রান্সপোর্ট প্লানার- ০১টি
৫। সহকারি ট্রান্সপোর্ট ইকোনোমিস্ট – ০১টি
৬। সহকারি ম্যানাজার- ০১টি
৭। সহকারি ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার- ০১টি
৮। সহকারি ট্র্যাফিক ইঞ্জিনিয়ার- ০১টি
৯। সহকারি ডিজাইন ইঞ্জনিয়ার- ০১টি
১০। সহকারি পলিউশন কন্ট্রোল প্ল্যানিং অফিসার ০১টি
১১। সহকারি মাস ট্রানজিট প্লানার(এমআরটি ০১টি
১২। সহকারি মাস ট্রানজিট প্লানার(বিআরটি)- ০১টি
১৩। মাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (এমআরটি)- ০১টি
১৪। সহকারি মাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (বিআরটি)- ০১টি
১৫। সহকারি হিসাব ও অর্থ কর্মকর্তা- ০১টি
১৬। সহকারি পরিচালক- ০১টি
বেতনঃ নিয়ম অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের প্রক্রিয়া বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের শেষ তারিখঃ আগামী ২৬ আগস্ট,২০১৮