যৌন হেনস্থার অভিযোগে ৪৮ জন কর্মীকে বরখাস্ত করেছে গুগল

যৌন হেনস্থার অভিযোগে গুগল ৪৮ জন কর্মীকে বরখাস্ত করেছে বলেও জানা গিয়েছে । মহিলাদের ওপর যৌন হেনস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে গুগল। কোম্পানির কর্মীদের এই নির্দেশিকা পাঠালেন গুগল চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই। একটি মার্কিন সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছেছে সেই নির্দেশিকা।

সিলিকন ভ্যালির টেক কোম্পানিগুলিতে পুরুষ এবং শেতাঙ্গদের দাপট বেশি, এই অভিযোগ দীর্ঘদিনের। সংখ্যাতত্ত্বের হিসেবেই মহিলা এবং বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব সেভাবে নেই বিভিন্ন টেক কোম্পানিতে।

গুগলও তার ব্যতিক্রম নয়। এই কোম্পানিতে কর্মীদের ৭৫ শতাংশ পুরুষ। একই সঙ্গে মোট কর্মীদের ৯৩ শতাংশই শেতাঙ্গ এবং এশিয়ান। শুধু পুরুষ প্রাধান্যই নয়, সিলিকন ভ্যালির বিভিন্ন টেক কোম্পানিতে মহিলাদের ওপর যৌন হেনস্থা চালানোর অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে।

এছাড়া কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও পেছনে রাখা হয় মহিলাদের, এই অভিযোগও দীর্ঘদিনের।

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ