৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নিয়ে বাজারে আসছে মটোরোলা

এবারে বাজারে মটোরোলা নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ওয়ান হাইপার। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা, পেছনে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ও ৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।

এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকছে ১০ অপারেটিং সিস্টেম। রয়েছে ৬ দশমিক ৫ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে। তবে ডিসপ্লের ওপর কোনো নচ নেই। রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। সঙ্গে রয়েছে ৪ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট মেমোরি। রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাসম্পন্ন ৪ হাজার এমএএইচ ব্যাটারি।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকা ও ইউরোপের দেশগুলোয় ওয়ান হাইপার বিক্রি শুরু করেছে মটোরোলা। শিগগিরই এশিয়ার বাজারে ছাড়া হবে স্মার্টফোনটি। মটোরোলা ওয়ান হাইপারের দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার ৯৯ সেন্ট।

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ