মায়ের চিকিৎসার টাকার জন্য শাস্তি কমানোর আবেদন করেন শাহাদাৎ হোসাইন।

এক সময় জাতীয়দলের নিয়মিত মুখ ছিল শাহাদাৎ হোসাইন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৬ টি টি-টোয়েন্টি ৫১ টি ওডিআই ও ৩৮ টি টেষ্ট ম্যাচ খেলেন ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাট্টিক করা এই পেসার। ২০০৬ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে এই হ্যাট্টিক করেন শাহাদাৎ হোসাইন কিন্তু ২০১৫ সালের পর থেকে আর জাতীয় দলে খেলার সুযোগ হয়নি তার।

গত বছন ঘড়োয়া ক্রিকেটে নিজ দলের খেলোয়াড়ের গায়ে হাত দেয়ায় ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। কিন্তু তার মায়ের চিকিৎসার টাকা যোগার করার জন্য বিসিবির কাছে তার শাস্তি কমানোর জন্য আবেদন করেন। গত কিছু দিন যাবৎ মিরপুর ক্রিকেট গ্রাউন্ডে অনুশিলন করে, নিষিদ্ধ কোন খেলোয়ারকে জাতীয় স্টেডিয়ামে অনুশিলন করার নিয়ম নেই তাই আজ তাকে অনুশিলনে বাধা দেয় প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা।

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ