পুলিশ সদস্যর পিস্তল ঠেকিয়ে ছিনতাই, তিন পুলিশ সদস্য গ্রেপ্তার।

কক্সবাজারের এক মহিলার বাড়িতে ঢুকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের সময় তিনজনই সিভিল পোশাকে ছিলেন।কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েন অভিযুক্ত ৩ জন কেই সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত সোমবারে কক্সবাজার সদরে এঘটনা ঘটে বলে জানাগেছে। গ্রেফতারকৃতরা হলেন নূরে খোদা সিদ্দিকি, মুমিনুল হক মামুন ও মামুন মোল্লা।
ভুক্তভোগী বাজারে নতুন দোকান দেওয়ার জন্য টাকা গুলো সংগ্রহ করেছিলেন বলে জানান কিন্তু সেদিন রাতে সিএনজি নিয়ে সাদা পোশাকে এসে পিস্তল দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নেয় পরে তিনি ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলে তারা মামলা করতে বলেন।

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ