ভালুকায় কলকারখানার বর্জ্যের টাংকির ভেতরে পরে ৩জন নিহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মী এসে রাতে লাশ উদ্ধার করে।
ভালুকায় প্রভিটা ফিড কোম্পানির টাংকির একটা ভাংগা অংশ দিয়ে ৪ বছরের শিশু রোহিত পরে যায় তাকে তুলতে গিয়ে তার মা রুলি (২৭) ও নিচে নামে কিন্তু তাকেও আর ফিরতে না দেখে পরে নিরাপত্তা কর্মী ও টাংকির ভেতরে নামে কিন্তু কেউই আর ফিরে আসে নি। ফায়ার সার্ভিস এসে রাত ৮ টার দিকে ৩টি লাশ উদ্ধার করে।
আঞ্চলিক
ভালুকায় বর্জ্যের টাংকির ভেতরে পরে ৩ জনের মৃত্যু।
