সবশেষ মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও স্ত্রী রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। আম্বানির ছেলের বিয়েতে নাচতে দেখা গেছে পুরো বলিউডকে। আমির, সালমান ও শাহরুখ ছাড়াও প্রথম সারির সব তারকাকেই পারফর্ম করতে দেখা গেছে। সে সময় কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন এক প্রতিবেদনে দাবি করছে, অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্যাপনেও নাচের তালে কোমর দোলাতে শাহরুখ নাকি পারিশ্রমিক নিয়েছেন ২ থেকে ৩ কোটি টাকা।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারকারা পারফর্মেন্স করেই থাকেন। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন।
গত বছর পর পর তিনটে হিট সিনেমা দিয়েছেন শাহরুখ যা দিয়ে বক্স অফিসে এক সময়ের ব্যর্থতা যেন ঢেকে দিয়েছেন। তার মাঝে খান পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। মাদক-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। তার পর থেকেই নাকি তিনি তাঁর চালচলন বদলেছেন। সিনেমা ছাড়া খুব একটা জনসমক্ষে আসেন না।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কর্ণ জোহর তাঁকে প্রশ্ন করেন, আজকাল আর বিয়েবাড়িতে নাচতে দেখা যায় না কেন শাহরুখকে? পাল্টা অভিনেতা বলেন, আগে আমার জামাই সাজার বয়স ছিল এখন যা বয়স শ্বশুর ভাববে লোকে। লোকের বিয়েতে নাচাটা ভাল দেখায় না এই বয়সে