ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই হাজার ১৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজার ৯৯ জন। বুধবার লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
জনস্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইসরায়েলি আগ্রাসনে লেবাননে ২২ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েল–লেবানন সীমন্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করছে হিজবুল্লাহর যোদ্ধারা।
এদিকে আইডিএফ জানিয়েছে, তারা প্রথমবারের মতো একটি রিজার্ভ আইডিএফ ডিভিশনকে দক্ষিণ লেবাননে যুদ্ধ অভিযানে ব্যবহার করেছে। গত মাস থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও।