Featured Video Play Icon

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই-আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে। মামলায় করা ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতে প্রধান আসামি হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

এদিন সকালে ট্রাইব্যুনালে বিচারকরা উপস্থিত হন। এই বিচার প্রক্রিয়ায় গণহত্যা সংক্রান্ত অভিযোগের বিষয়ে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় প্রসিকিউশন টিম। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের বিচারকরা।

এর আগে, গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ পলাতক অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।