শুধু মা আছে। পুরুষের ঔরসজাত ছাড়া জন্ম নিল সন্তান। Chinese Academy of Science-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি ইঁদুর ছানার জন্ম হয়েছে যার বাবা নেই, দুজনই মা। তাদের এই গবেষণায় প্রজননের প্রচলিত কনসেপ্টকেই
প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই শিশুরা সুস্থ এবং পরবর্তী ক্ষেত্রে নিজেরাও প্রজননে সক্ষম।
শিশু উৎপন্ন করার জন্য প্রয়োজনীয় স্পারম এবং ডিমের মিলন। কিন্তু এই ঘটনায় যে তথ্য উঠে এসেছে তার জন্য এই নিয়মের প্রয়োজন নেই। যিনি এই গবেষণার উদ্যোগ নেন,ডাঃ উই লি জানিয়েছেন,’এই গবেষণা আমাদের যা সম্ভব তাই দেখিয়েছে।