চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেলের মেয়ে সুজানা অনুরাধা। শুধু এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন তা নয়, এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে স্কলারশিপ পেয়েছিলেন সুজানা। এইচএসসিতে দারুণ রেজাল্ট করে উচ্ছ্বসিত তিনি।
সাধারণত বেশির ভাগ তারকার সন্তান বাবা-মায়ের পথেই হাঁটেন। তবে এ ক্ষেত্রে ভিন্নতা পোষণ করলেন সুজানা। তিনি বাবার মতো সংগীতশিল্পী নয়, হতে চান চিকিৎসক। ক্যারিয়ার প্রসঙ্গে গায়ককন্যা বলেন, আমার মতে পেশাটা ঠিক এমনভাবে নির্ধারণ করতে হবে যেন অন্য মানুষের জীবনে প্রভাব ফেলা যায়। অন্যকে মোটিভেট করা যায়। ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা সুজানার। কণ্ঠশিল্পী বাবাও চান মেয়ে চিকিৎসকই হোক।
সামাজিক কর্মকাণ্ড নিয়ে সুজানা বলেন, আমার বাবা সবসময় সামাজিক কাজে নিয়োজিত থাকেন। প্রতিবছর বাবার জন্মদিনে বৃদ্ধাশ্রমে, এতিমখানায় সবাইকে খাওয়াই। বাড়িতে অনুষ্ঠান করা হয়। তাছাড়া রমজান মাসে গরিব বাচ্চাদের সাথে আমরা প্রতিবছর ইফতার করি।