জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব অর্জনের নিয়ম বাতিলের হুঁমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, বিদ্যমান নিয়মে আমেরিকার নাগরিক নন, এমন যে কেউ এসে সন্তান জন্ম দিলেই সেই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দাবি করতে পারে। দুনিয়ার অন্য কোনও দেশে এমন নিয়ম নেই। এটি নিতান্তই হাস্যকর। এটি বন্ধ হওয়া উচিত।
দেড়শ বছরের পুরোনো এই নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই যে কেউ দেশটির নাগরিকত্ব অর্জনের সুযোগ পান। ফলে এই ব্যবস্থা পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন।
তবে ট্রাম্প বলছেন, আইন বিশেষজ্ঞরা তাকে নিশ্চিত করেছেন যে, তেমন কোনও সংশোধনীর প্রয়োজন নেই। নির্বাহী আদেশের মাধ্যমেই এটা করা সম্ভব।