আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে ছেড়ে দিতে পারে পিএসজি। তার স্থলাভিষিক্ত করতে পারে অ্যালেক্স সানচেজকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সদ্য চুক্তি নবায়ন করেছেন সানচেজ। তা সত্ত্বেও তার ওপর নজর আছে পিএসজির।
পিএসজির টার্গেট জানুয়ারিতেই চিলিয়ান মিডফিল্ডারকে ভেড়ানো। এ জন্য এমবাপ্পেকে ছাড়তেও কুণ্ঠাবোধ করবে না ক্লাবটি।
ফরাসি লিগে দাপট দেখালেও চ্যাম্পিয়নস লিগে পারফরম্যান্সটা ভালো নয় পিএসজির।
নিজেদের গ্রুপে নাপোলি ও লিভারপুলের চেয়ে পিছিয়ে তৃতীয় অবস্থানে আছে দলটি। অথচ তাদের টার্গেট ইউরোপসেরা হওয়া। তাই সময় থাকতেই দল গোছাতে চাচ্ছেন তারা।
ছেড়ে দিতে চাচ্ছেন এমবাপ্পেকে।কারণ ইউরোপসেরা টুর্নামেন্টে ফরাসি তারকার পারফরম্যান্সটা ততটা নজরকাড়া নয়। তার বদলে অ্যালেক্সিসকে টানতে চাচ্ছেন তারা।