শ্রীমঙ্গলে মা-ছেলের মৃত্যু ঃ পিবিআই তদন্ত শুরু

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে ইসলামপুর (সিন্দুরখান) গ্রামে পূর্ব শক্রতার জের ধরে সৎ ভাই, বোন ও ভ্রাতুসপুত্রদের পৃথক পৃথক হামলায় মোঃ হাসান মিয়া (২০) ও তার মা মায়া বেগম (৬০) মৃত্যুর পৃথক ঘঠনায় (জি আর মামলা নং- ৩৭৮/১৯ (শ্রী) ও শ্রীমঙ্গল থানার মামলা নং- ০১, তারিখ ঃ ০১/১২/২০১৯ইং) অবশেষে পুলিশ হেডকোয়াটার্স এর নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মৌলভীবাজার তদন্ত শুরু করেছে। পুলিশ হেডকোয়াটার্স এর নির্দেশে (স্বারক নং- ২২০২/ভি, তারিখ ঃ ২২/০৬/২০ইং) এসআই (নিঃ) মোঃ বশির মোল্ল¬াকে নিয়োগ প্রদান করা হয়। মামলার বাদী মোঃ জাফর জানান- মামলা নং- ৩৭৮/১৯ (শ্রী) মামলায় বিগত ১৫/০৩/২০২০ইং মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ১নং আমলী আদালতে ঘঠনার মূল রহস্য উদঘাটন ও অজ্ঞানাতনামা আসামীদের শনাক্ত পূর্বক গ্রেফতার করার লক্ষ্যে আসামী পারভীন বেগমের ৫দিনের রিমান্ড আবেদন করেন (স্বারক নং- ৮৮৭, তারিখ ঃ ১৮/০৩/২০২০ইং) মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আল আমিন। অপরদিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে আটক পরভীন বেগম জেলা ও দায়রা জজ আদালতে জামিনের দরখাস্ত করেন। কিন্তু, জেলা ও দায়রা জজ আদালতে ( জিআর-৩৭৮/১৯ (শ্রী) মূল নথিতে পুলিশের রিমান্ডের আবেদন সংশি¬¬স্ট কাগজাত দেওয়া হয়নি। মায়া বেগম এর সুরতহাল রির্পোটে মারামারিতে গুরুতর জখম প্রাপ্ত হইয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কারণ উলে¬¬খ থাকা সত্তেও পুলিশের পক্ষ থেকে হত্যার বিষয়টি গুরুত্ব দেয়া হয়নি। একই ভাবে গত ২০১৯ সালের ৯ ফেব্র“য়ারী উপজেলার রাজঘাট চা বাগানের লাল টিলা বস্তির চৈতন মুন্ডার বাড়িতে প্রকাশ্যে সৎ ভাইয়ের স্ত্রী পারভীন বেগমের ভাই রিপন মিয়া, তার ভ্রাতুসপুত্র জয় মিয়া ও এলাকার নাঈম মিয়া মিলে ভাই হাসান মিয়া (২০) এর উপরে আক্রমণ রক্তাক্ত জখম করে। এ ঘঠনায় শ্রীমঙ্গল থানার (মামলা নং- ০১, তারিখ ঃ ০১/১২/২০১৯ইং) দায়ের করা হয়। ঘটনার ১৫ দিন পর অর্থাৎ ২৫ ফেব্র“য়ারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মৃত্যু বরণ করেন। এ ব্যপারে জানতে চাইলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মৌলভীবাজার এর এসআই (নিঃ) মোঃ বশির মোল¬া জানান- পুলিশ হেডকোয়াটার্স এর নির্দেশে মায়া বেগম এর মামলার তদন্তভার দেওয়া হয়েছে। এখনও পোস্টমর্ডেম রির্পোর্ট এখনও আসেননি। হত্যা মামলা এখনও হয়নি। থানায়ও মামলা রেকর্ড করেনি।

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ