১ম দিন শেষে শক্ত অবস্থানে উইন্ডিজ ২২৩/৫ উইকেট হারিয়েছে তারা। তাইজুল ও জায়েদ ২ টি করে উইকেট নেয় আর সৌম্য নেয় ১ টি উইকেট।
দ্বিতীয় ও শেষ টেষ্টে টসে জিতে ব্যাটিংএর সিদ্ধান্ত নিয়েছিল উইন্ডিজ। সফরকারীদের একাদশে একটি মাএ পরিবর্তন থাকলেও তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাকিব, সাদমান ও মোস্তাফিজ এর পরিবর্তে সৌম্য, মিঠুন ও রাহি একাদশে সুযোগ পায়। আবারও ১জন পেসার নিয়েই মাঠে মামছে স্বাগতিকরা। দ্বিতীয় টেষ্ট জয় করে সিরিজে সমতা ফেরানো তাদের লক্ষ জানালেন মুমিনুল হক। উইন্ডিজদের রোসের পরিবর্তে মাঠে নামছে জোসেফ।