পাবনায় প্রতিপক্ষের গুলিতে আমিরুল ইসলাম (৩০) নামের এক জন নিহত হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে সদর উপজেলায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আমিরুল কাথুলিয়া গ্রামের বাসিন্দা।
সদর থানার (ওসি) মো. নাসিম আহমেদ এর সত্যতা নিশ্চিত করেে, রাত ৯টার দিকে সদর উপজেলায় আমিরুলসহ তাঁর বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০/১২ জনের একদল সশস্ত্র বাহিনী এসে আমিরুলকে গুলি করে। এতে সেখানেই তিনি মারা যান। এ সময় অন্যরা ভয়ে ছুটে পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে সেখানে যায় এলাকাটি দুর্গম ও সন্ত্রাস কবলিত। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আছে তা এখনো জানা যায়নি। তবে পূর্ব থেকেই বিরোধ চলছিল সেখানে। বালু ব্যবসার আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।