ইন্জুরির কারনে নেইমার ডি-মারিয়াকে ছাড়াই বার্সেলোনা সফরে বেড়িয়েছিল পিএসজি। গত চার মৌসুম নূ-ক্যাম্পে অপ্রতিরোধ্য ছিল বার্সেলোনা। সুরুতে মেসির পেনাল্টিতে বার্সা এগিয়ে গেলেও ৫ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারলো না, এমবাপ্পের গোলে সমতায় ফেরে সফরকারীরা। হাফ টাইম ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয় আর্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠে পিএসজি ৬৫ মিনিটে এমবাপ্পে ২য় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় তার ৫ মিনিট পরেই কেন আরও একটি গোল করলে ৩-১ এ লিড পায় সফরকারীরা। ৮৫ মিনিটে নিজের ৩য় গোল পূর্ন করে হ্যাট্টিক করে এমবাপ্পে। ১ম লেগে ৪-১ এর জয় নিয়ে মাঠ ছারে সফরকারীরা।
রাতে আরেক ম্যাচে ১ম লেগে লেপজিগের বিপক্ষে ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।