আজ সকালে সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় মালবাহী ট্রাকের সাথে যাএীবাহী বাসের সংঘর্ষ হলে ঘটনা স্হলে ৫জন নিহত এবং বেশকিছু লোক আহত হয়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
যাুগান্তর পরিবহনটি নাটোর থেকে ঢাকার উদ্দেশ্য আসছিল আর ট্রাকটি উওরবঙ্গের কোন এক জেলায় যাচ্ছিল। যটনা স্হলে পুলিশ এসে নিহতদের ব্যাপারে নিশ্চিত করেন। দুর্ঘটনার জন্য কিছুসময় গাড়ী চলাচল বন্ধ থাকলেও পরে সব কিছু সাভাবিক হয়ে যায়।