ফুটবল বিশ্বকাপের আয়োজক হবার পর থেকেই কাতারে শুরু হয়েছে বিভিন্ন স্টেডিয়াম নির্মানে কাজ। প্রায় ১০ লক্ষ শ্রমিক নিয়ে কাজ শুরু করে কাতার, বিভিন্ন দেশ থেকে এসব শ্রমিক নিয়েছে দেশটি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার থেকে শ্রমিক নেয় কাতার। দক্ষিন এশিয়ার এই ৫ দেশে গত ১০ বছরে মারা গেছে অন্তত সারে ছয় হাজার শ্রমিক, এর মধ্য বাংলাদেশেরই ১০১৮ জন।
একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এর পরিমান আরও বেশি। শ্রমিকদের কোন রকম অধিকারও দেওয়া হয় না বলেও জানা গেছে। কোন কর্মী মারা গেলে তা ময়না তদন্ত না করেই স্বাভাবিক মৃত্যুর কথা বলে দেশে পাঠিয়ে দেয় কাতার সরকার।