চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাএলীগের দুই গ্রুপের সংঘর্স হয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্স হয় বলে জানা গেছে। বেশ কয়েকটি রুমের দরজা জানালা ভাংচুর করে তারা, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে বলে জানা গেছে।
আজ ২ মার্চ বিকেল ৩ টার দিকে তাদের দু পক্ষের মধ্যে সংঘর্সের সুএপাত হয়। দুপক্ষের মধ্যে এক পক্ষ সাবেক মেয়র নাসির উদ্দিনের অনুসারী এবং আরেক পক্ষ শিক্ষা উপমন্ত্রি মহিবুল হাসানের অনুসারীরা। মেডিকেল কলেজ ছাএাবাসের তও্বাবধায়ক পরিস্থিতি সমাধান করার চেষ্টা করলেও কোন পক্ষ তাতে সারা দাননি। পরে আইন সৃঙ্খলা বাহিনির শরণাপন্ন হলে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।