সিরিজের ৪র্থ ও শেষ টেষ্টে টসে জিতে ব্যাটিংএর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরু থেকেই একের পর এক উইকেট হাড়িয়ে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা শেষ পর্যন্ত ২০৫ রানে থামে ইংলিশদের ১ম ইনিংস। ইন্ডিয়া শুরুটা ভাল না করলেও রিসব পন্থ ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে ৩৬৫ রানে ১ম ইনিংস শেষ করে ১৬০ রানের লিড পায়। রিসব পন্থ তার ক্যারিয়ারের ৩য় শতক তুলে নেয়।
২য় ইনিংসেও ইংলিশদের ব্যাটিং ব্যার্থতায় ১৩৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। আক্সার প্যাটেল ও রবিচন্দন অস্সিন ৫ টি করে উইকেট নেন। রিসব পন্থ ম্যাচ সেরা হন এবং রবিচন্দন সিরিজ সেরা হন।
এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ পেল ইন্ডিয়া তাদের প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পাবেন।
৪ ম্যাচের সিরিজ ৩-১ এ জিতে নেয় ভারত।