শর্মিন আখি, বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। জন্ম ০১ জুন ১৯৯৫। শুরুটা মঞ্চ থকে হলেও এখন বাংলাদেশের ছোট পর্দায় অভিনয় করে বেশ সফলতা অর্জন করেছেন তিনি। ২০১০ সালে আজ বাবার বিয়ে নাটকে বেশ প্রশংসা কুরিয়েছেন শর্মিন আখি। সম্প্রতি কালে তাঁর কিছু স্থির চিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে বেশ সমালোচিত হন ছোট পর্দার এই অভিনিত্রি।