আসাদ গেট এলাকায় চালু হওয়া এই রেস্টুরেন্টে মেনু দেখে ফরমায়েশ দিলেই হাতে খাবারের ট্রে নিয়ে হাজির হবে অবিকল মানুষের মত দেখতে রোবট। মিরপুর রোডের ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই রেস্টুরেন্টে রোবট সরবরাহ করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এইচজেডএক্স ইলেক্ট্রনিক টেকনোলজি কোম্পানি। সব শ্রেণির মানুষের জন্য এই রোবোটিক সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম রেস্টুরেন্ট। অর্ডার দেওয়ার পর খাবার পৌঁছানোর কাজটি এখানে মানুষের বদলে করবে রোবট।