২৪টি ভিন্ন পদে জনবল নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

২৪টি ভিন্ন পদের বিপরীতে মোট ২৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নামঃ

০১। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর,

০২। উচ্চমান সহকারী,

০৩। ইউডিএ কাম ডাটা প্রসেসর,

০৪। হিসাবরক্ষক,

০৫। সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর,

০৬। লাইব্রেরিয়ান,

০৭। ড্রাইভার,

০৮। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক,

০৯। এলডিএ কাম ডাটা প্রসেসর,

১০। হিসাব সহকারী,

১১। ক্যাশিয়ার,

১২। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার,

১৩। সহকারী লাইব্রেরিয়ান,

১৪। ল্যাবরেটরি সরকারি,

১৫। ল্যাব সহকারী,

১৬। এলডিএ কাম ক্যাশিয়ার,

১৭। এলডিএ কাম টাইপিস্ট,

১৮। ল্যাব সহকারী,

১৯। ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর,

২০। ক্যাশ সরকার,

২১। ইলেকট্রিশিয়ান,

২২। অফিস সহায়ক

২৩। স্কীল্ডম্যান

২৪। টুলস রুম এটেনডেন্ট

পদসংখ্যাঃ সর্বমোট ২৮১ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর / স্নাতক / এইচএসসি /এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতনঃ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়মঃ

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dter.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই, ২০২১।

সূত্র : কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট। এখান থেকে  বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ