দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এস.এম.ওয়াহিদুজ্জামান মিন্টু

২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ কে স্বাগত জানানোর মধ্যে দিয়ে দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ,কলাবাগান থানা ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এস.এম.ওয়াহিদুজ্জামান মিন্টু ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি  জানান, আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করি।

করোনা মহামারি থেকে মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে হেফাজতে রাখুন, দুর হয়ে যাক এই মহামারি, পৃথিবীর সকল প্রাণ থাকুক নিরাপদে। নতুন বছরের প্রতিটি দিন আনন্দময় হোক এই শুভ প্রত্যয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

তিনি আরো বলেন-প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন, এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই, স্বপ্ন দেখি নতুন দিনের ।

প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূত অভিমান,সংশয়,দুঃখ, বেদনা,ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার,আমাদের সবাইকে। ২০২১ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয় আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক,এই শুভ কামনায়,সকলকে-২০২২ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ