তরুন নির্মাতা তৌহিদ হক এবার বিজ্ঞাপন নির্মান করছেন

বাংলাদেশে বিজ্ঞাপনের বাজার কত বড় তা নিয়ে কোনো জরিপ নেই৷ তবে কিছু প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে একটি হিসাব করে থাকে৷ এদিকে, বিজ্ঞাপন নিয়ে প্রচলিত ধারণা দিন দিন পালটে যাচ্ছে৷ বিজ্ঞাপন- শব্দটি শুনলে আমাদের প্রত্যেকের মাঝেই বিরক্তি আর আকর্ষণ মিলে একটি মিশ্র অনুভূতির সৃষ্টি হয়৷

কোনো টিভি অনুষ্ঠানের মাঝে বিজ্ঞাপন হাজির হলে আমাদের বিরক্তির সীমা থাকে না ৷ কারণটা জানা, এখন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন নয়, যেন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান দেখতেই বেশি অভ্যস্ত আমরা!এমনটাই বলছিলেন তরুন বিজ্ঞাপন নির্মাতা তৌহিদ হক।

আমেরিকার বিখ্যাত ফিজিওথেরাপি ক্লিনিক “একটিভ হিলিং” এর বিজ্ঞাপনের মাধ্যমে যাত্রা শুরু করলো তৌহিদ হকের সিপিসি প্রডাকশন হাউজ । একটিভ হিলিং এর মূল থিম হলো ‘’Live Life pain free’’। একটিভ হিলিং ফিজিক্যাল থেরাপি মুলত একটি আমেরিক্যান হেলথ কেয়ার সেন্টার যেটা আমেরিকার বিভিন্ন শহরে তার ব্রাঞ্চ এর মাধ্যমে সেবা দিয়ে আসছে । বিজ্ঞাপনটি মূলত আমেরিক্যান বাঙ্গালী কমিউনিটির জন্যই বানানো যেটা প্রচারিত হবে আমেরিকার সকল বাংলা চ্যানেলে।

তরুন বিজ্ঞাপন নির্মাতা তৌহিদ হক বলেন- ‘‘রুচি পালটায়, ফ্যাশন পালটায়, আর বিজ্ঞাপন নির্মাতাদের এর সঙ্গে তাল মিলিয়েই পালটাতে হবে ৷ এমনটা নয় যে প্রতিবারই নতুন আইডিয়া পুরনো আইডিয়ার চেয়ে ভালো হবে ৷ কিন্তু তা অবশ্যই পুরনোটার চেয়ে ভিন্ন এবং তা বর্তমান রুচির সঙ্গে মিলবে ৷” এমন ভাবনা নিয়েই শুরু করলাম সিপিসি প্রোডাকশন।

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ