বিশ্বকে নিয়ন্ত্রণ করতে কি পরিমাণ অস্ত্র মজুত রেখেছে রাশিয়া ?

ইউক্রেন, রাশিয়া যুদ্ধ নিয়ে যখন বিশ্ব টালমাটাল অবস্থা ঠিক তক্ষনি প্রশ্ন উঠেছে কি পরিমান অস্ত্র মজুত আছে রাশিয়ায়।
রাশিয়ার পারমাণবিক অস্ত্রকে ‘বিশেষ’ সতর্কতায় থাকার জন্য প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, ওই নির্দেশের মধ্য দিয়ে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন ইঙ্গিত দেয়ার বদলে তিনি হয়ত আসলে বিশ্বের অন্য দেশগুলোকে এক ধরনের বার্তা দেয়ার চেষ্টা করেছেন যে তারা যেন ইউক্রেন ইস্যুতে বেশি তৎপরতা না দেখায়।

ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া টানটান উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক শক্তিকে “বিশেষ সতর্কাবস্থায়” রাখার নির্দেশ দিয়েছেন। মি. পুতিন আরো সতর্ক করে দেন এই বলে যে, ইউক্রেনে রুশ মিশনে কেউ বাধা দিতে চাইলে তাকে এমন পরিণতির মুখোমুখি হতে হবে, যা ইতিহাসে এর আগে কখনো হয়নি। যদিও তিনি সরাসরি কোনও পারমাণবিক হামলার হুমকি দেননি, কিন্তু মিঃ পুতিনের এমন বক্তব্যের পরেই আশঙ্কা জেগেছে – তিনি কি পারমাণবিক বোমার ব্যবহার করেই ফেলবেন? বিশ্ব কি আরেকটা পারমাণবিক হামলার প্রত্যক্ষ করতে যাচ্ছে ? রাশিয়ার ভাণ্ডারে কত পরমাণু অস্ত্র আছে? আর বাকি পারমাণবিক শক্তিধর দেশগুলোতেই বা এ ধরণের কী পরিমাণ অস্ত্র আছে?

প্রায় ৮০ বছর ধরেই পারমাণবিক অস্ত্র আছে পৃথিবীতে, এবং একে এক ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হয়, মানে এটি রাষ্ট্রসমূহের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে কাজ করে।

পারমাণবিক অস্ত্রের হিসাবের পুরোটাই এখনো অনুমানভিত্তিক, কিন্তু ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্ট বলছে, রাশিয়ার ৫ হাজার ৯৭৭টি নিউক্লিয়ার ওয়ারহেড মজুত আছে। এর মধ্যে প্রায় দেড় হাজার ওয়ারহেডের মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলো বাতিল করে দেয়ার কথা।
এছাড়াও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১১ শত ৮৫ টি, সাবমেরিন থেকে নিক্ষেপ যোগা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৮০০ টি, আকাশ থেকে নিক্ষেপণযোগ্য বোমা ৫৮০ টি বর্তমানে মজুত রেখেছে রাশিয়া।
বাকি সাড়ে চার হাজার কিংবা তার চেয়ে কিছু বেশি সংখ্যক ওয়ারহেডের মধ্যে বেশিরভাগ কৌশলগত পারমাণবিক অস্ত্র- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বা রকেট, যা দূরপাল্লার হামলা চালাতে সক্ষম।

এগুলো সাধারণত পারমাণবিক যুদ্ধের সাথে সম্পর্কিত অস্ত্র। বাকি অস্ত্রসমূহ ছোট বা কম বিধ্বংসী পারমাণবিক অস্ত্র যা স্বল্প-পাল্লা বা কম দূরত্বের- মূলত যুদ্ধক্ষেত্রে বা সাগরে ব্যবহারযোগ্য অস্ত্র। তবে এর মানে এই না যে রাশিয়ার হাজার হাজার দূরপাল্লার পারমাণবিক অস্ত্র প্রস্তুত আছে।

পৃথিবীর মোট ৯টি দেশের পারমাণবিক অস্ত্র আছে- সেগুলো হলো- চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

নকশী টিভি'র সকল অনুষ্ঠান সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি সম্প্রচার

ইউটিউবে নকশী টিভির জনপ্রিয় সব নাটক দেখতে সাবস্ক্রাইব করুন নকশী টিভির ইউটিউব চ্যানেল

সর্বশেষ সংবাদ